‘জয়িতা’ পুরস্কারে ভূষিত হলেন ১১ জন নারীনেত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিক-নির্দেশনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২৩’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিগত বছরগুলোতে দি হাঙ্গার প্রজেক্ট-এর নারীনেত্রীগণ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা পুরস্কারে ভূষিত হয়ে আসছেন। এই বছর পাঁচটি ক্যাটাগরিতে ১১ জন নারীনেত্রী এবং ২ জন পিএফজি’র সদস্য মিলে সর্বমোট ১৩ জন জয়িতা পুরস্কার পেয়েছেন।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী— এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রীগণ হলেন: মোছা. রুবিনা খাতুন (মৌগাছি ইউনিয়ন, মোহনপুর উপজেলা, রাজশাহী), শামিমা নাছরিন (আকবরপুর ইউনিয়ন, পত্নীতলা উপজেলা, নওগাঁ), মোসা. বদরুন্নাহার কলি (কোনাখালী ইউনিয়ন, চকরিয়া উপজেলা, কক্সবাজার), শারমিন আক্তার শিরিন (বামুন্দী ইউনিয়ন, গাংনী উপজেলা, মেহেরপুর), আঞ্জুমনোয়ারা আহ্মেদ (চারঘাট পৌরসভা ৬নং ওয়ার্ড, রাজশাহী)। এছাড়া এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পিএফজি’র সদস্যগণ হলেন: শাপলা ইসলাম (অভয়নগর উপজেলা, যশোর) এবং সুলতানা আরিফা মিতা (অভয়নগর উপজেলা, যশোর)।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী— এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রীগণ হলেন: আদুরী খাতুন (ধুরইল ইউনিয়ন, মোহনপুর উপজেলা, রাজশাহী), মোসা. রহিদা বেগম (সরদহ ইউনিয়ন, চারঘাট উপজেলা, রাজশাহী)।

নির্যাতনের বিভীষিকা মূছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী— এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রীগণ হলেন: মোছা. সালমা খাতুন (বাকশিমইল ইউনিয়ন, মোহনপুর উপজেলা, রাজশাহী), মোসা. আনোয়ারা বেগম (সরদহ ইউনিয়ন, চারঘাট উপজেলা, রাজশাহী) এবং ফেরদৌসি জামান (রহমতপুর ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল)।

দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে, ‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’। এ বিশ্বাস থেকে ‘বিকশিত নারী নেটওয়ার্ক’-এর মাধ্যমে সংগঠিত করে ও প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলে একদল নারীনেত্রী গড়ে তোলা হয়েছে। আত্মপ্রত্যয়ী এ নারীনেত্রীগণ বর্তমানে নারীদের অধিকার প্রতিষ্ঠা, জীবন-জীবিকা ও উন্নয়নের এক নতুন পথের সূচনা করেছেন। তারা তৃণমূল নারীদের সচেতন ও সংগঠিত করছেন, সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর কাজ করছেন। তাঁরা তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ স্থানীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সম্মান ও পুরস্কারে ভূষিত হচ্ছেন, জয়িতা পুরস্কার যার মধ্যে অন্যতম।