আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না

জনগণকে ক্ষমতায়িত ও সংগঠিতকরণ
আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ইউনিয়নভিত্তিক সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ক্ষুধামুক্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে গড়ে তোলা হয় একদল স্বেচ্ছাব্রতী, যারা ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশের প্রত্যাশায় প্রতিশ্রুতিবদ্ধ।

নারীর ক্ষমতায়ন
পরিবর্তনের অন্যতম রূপকার হিসেবে তৃণমূলের নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। একইসাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

স্থানীয় সরকার শক্তিশালীকরণ
স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সামর্থ্য বৃদ্ধি করা এবং কারিগরি সহায়তা দান, যাতে তাদের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় এবং এসডিজি ইউনিয়ন গড়ে উঠে।

অ্যাডভোকেসি ও সামাজিক জোট
বিদ্যমান বৈষম্য দূরীকরণ এবং রাষ্ট্রীয় সম্পদে সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে নিরবিচ্ছিন্নভাবে অ্যাডভোকেসি করা হয়। এর অংশ হিসেবে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে যুক্ত করা এবং রাষ্ট্রের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।
‘দি হাঙ্গার প্রজেক্ট’ উদ্ভাবিত সৃজনশীল উন্নয়ন পদ্ধতি
এসডিজি অর্জনে ‘কমিউনিটি চালিত উন্নয়ন প্রচেষ্টা’
বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী নিজেদের অবস্থান থেকে নিজেরাই উদ্যোগী হয়ে এসডিজি-এর লক্ষ্যগুলো অর্জনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবেন- এই লক্ষ্যে তৃণমূলের জনগণকে উজ্জীবিত, অনুপ্রাণিত ও সংগঠিত করা এবং স্থানীয় সরকারের সামর্থ্য বৃদ্ধি ও কারিগরি সহায়তা দেয়ার জন্য ‘দি হাঙ্গার প্রজেক্ট’ কমিউনিটি চালিত একটি সৃজনশীল উন্নয়ন পদ্ধতির (Community-led Development) উদ্ভাবন করেছে। ইতিমধ্যে এই পদ্ধতির কার্যকর ব্যবহারও করা হয়েছে। যেসব ইউনিয়নে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেসব ইউনিয়ন এমডিজি/এসডিজি অর্জনে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছে। এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ হতে পারে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন-সহ দি হাঙ্গার প্রজেক্ট-এর কর্মভুক্ত ইউনিয়নসমূহ।

সাম্প্রতিক নিউজ
আমাদের সকল কার্যক্রমের চিত্র
করোনা কালীন উদ্যোগ
দি হাঙ্গার প্রজেক্ট সম্পর্কে বিশিষ্টজনদের মন্তব্য



সফলতার গল্প
সহযোগী









