নারীর কথা

দি হাঙ্গার প্রজেক্ট মনে করে, ‌’নারীরাই ক্ষুধামুক্তির চাবিকাঠি’। এই বিশ্বাস থেকে দি হাঙ্গার প্রজেক্ট নারী নেতৃত্ব বিকাশের প্রয়োজনে সারাদেশে তৃণমূল পর্যায়ের একদল নারীকে সংগঠিত, ক্ষমতায়িত ও তাদের সামর্থ্য বিকাশের লক্ষ্যে নিবিড় ও ধারাবাহিক প্রশিক্ষণ-কর্মশালা পরিচালনা করে আসছে। প্রশিক্ষণের প্রথম ধাপ এবং ভিত্তি হলো ‘নারী নেতৃত্ব বিকাশ’ শীর্ষক ফাউন্ডেশন কোর্স। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত দশ হাজার নারীনেত্রী স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক নির্যাতন ও যৌন হয়রানিসহ নারীর প্রতি সকল সহিংসতার বিরুদ্ধে ব্যাপক প্রচারাভিযান পরিচালনা করছেন এবং প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলছেন।

প্রসঙ্গত, উপরোক্ত নারীনেত্রীদের সফলতার গল্প নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট প্রতিবছর প্রকাশ করে ‘নারীর কথা’ (জার্নাল)। সর্বশেষ ২০১৬ সালে প্রকাশিত হয়’নারীর কথা-১১’।

‌’নারীর কথা’ (জার্নাল) পড়তে এখানে ক্লিক করুন