সচেতনতা সৃষ্টিতে এগিয়ে এসেছে নেত্রকোণা জেলার ইয়ূথ ইউনিট

সবাই মিলে শপথ করি, করোনা ভাইরাস মুক্ত গ্রাম গড়ি’।

সারা দেশে যখন করোনা ভাইরাসের আতংক বিরাজ করছে, দেশের মানুষ যখন
বিপদাপন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ই অবহেলিত অসচেতন
গ্রামীণ জনগোষ্ঠীকে মহামারী থেকে রক্ষা করতে মানুষকে সচেতন করার জন্য
এগিয়ে এসেছে নেত্রকোণা জেলা ইয়ূথ ইউনিটের অন্যতম ইয়ূথ লিডার বাবর উদ্দিন
সহ, রেজাউল করিম, মাসুদ রানা, মানিক, সোহাগ এবং তৈয়বুর। তারা নিজেদের
গ্রাম তথা ইউনিয়নকে করোনা ভাইরাস মুক্ত করতে গ্রহন করেছে নানা ধরনের
সামাজিক উদ্দ্যোগ। তারা নিজেরা উদ্যোগী হয়ে ০৫-০৪-২০২০ইং তারিখ নেত্রকোণা
জেলার সদর উপজেলাধীন কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রামে বাড়ি
বাড়ি গিয়ে ২০০টি সাবান বিতরণ করেন এবং মানুষকে বলেন, করোনা থেকে বাঁচতে
হলে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে। সে সময় তারা মানুষকে সঠিকভাবে হাত ধৌত
করার কৌশল শিক্ষা দেন। ইয়ূথ লিডার রা তাদের গ্রামের প্রত্যেককে করোনা
ভাইরাস থেকে সচেতনের মাধ্যমে তারা করোনামুক্ত গ্রাম গড়ার স্বপ্ন দেখে।