নেত্রকোণা জেলা ইয়ূথ ইউনিটের কো-অর্ডিনেটর সোলায়মান শেখ করোনা মুক্ত গ্রাম গড়ে তুলতে চায়।

নেত্রকোণা জেলা ইয়ূথ ইউনিটের কো-অর্ডিনেটর সোলায়মান শেখ এর নেতৃত্বে তার নিজ গ্রাম গাতি এলাকা করোনা মুক্ত গ্রাম গড়ে তুলতে চায়।

“সবাই মিলে শপথ করি, করোনা মুক্ত গ্রাম গড়ে তুলি”

এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা জেলা ইয়ূথ ইউনিটের কর্ডিনেটর সোলায়মান
শেখ এর নেতৃত্বে তার নিজ গ্রাম গাতি এলাকায় ১৫জন যুবক নিয়ে তিনি তাদের
এলাকার কিছু বসত বাড়িসহ রাস্তাঘাটে জীবাণুনাশক প্রয়োগ করেন। এসময় তারা
এলাকার মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন থাকার পরামর্শ দেন। তারা সকলে
মিলে সিদ্ধান্ত নিয়েছে এলাকার প্রত্যেকটি বাড়িতে করোনা নাশক প্রয়োগ
করবেন। তারা তাদের গ্রামকে করোনা মুক্ত মডেল গ্রাম গড়ে তুলতে চায়।