শান্তা ওঝা এখন স্বাবলম্বী

শান্তা ওঝাকে এখন আর কারো কাছে হাত পাততে হয় না। নিজ আত্মশক্তিকে কাজে লাগিয়ে তিনি এখন স্বাবলম্বী। শান্তা ওঝা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বাসিন্দা। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের অভাব-অনটনের কারণে এসএসসি পরীক্ষা দেয়া হয়নি তার। ২০০০ সালে শান্তা ওঝার বিয়ে হয়ে যায়। স্বামীর সংসারে অভাব-অনটনের মধ্য দিয়েই তার দিন কাটতে থাকে। ২০১৪ সালের জুন মাসে দি হাঙ্গার প্রজেক্ট-এর ইউনিয়ন সমন্বয়কারী মো. সাইফুল ইসলামের সাথে শান্তা ওঝার পরিচয় ঘটে। এরপর সাইফুল ইসলামের আমন্ত্রণে তিনি দি হাঙ্গার প্রজেক্ট-এর উজ্জীবক প্রশিক্ষণে (২,১৯৬তম ব্যাচ) অংশগ্রহণ করেন। চারদিনের এই প্রশিক্ষণটি শান্তা ওঝার জানার পরিধি ও আত্মশক্তি বাড়িয়ে দেয়। প্রশিক্ষণের পর তিনি নিজেকে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা নেন। এই লক্ষ্যে কোদালধোয়া বাজারে একটি ছোট চায়ের দোকান স্থাপন করেন। শান্তা ওঝা সার্বক্ষণিক দোকানে সময় দেন। কম মূলধন নিয়েও তিনি বর্তমানে দোকান থেকে প্রতিদিন তিন থেকে চার শ’ টাকা আয় করেন। তার স্বামীও অটো ভ্যান চালিয়ে বর্তমানে আয় করছেন। এভাবে আত্মশক্তি ও পরিশ্রমের মাধ্যমে নিজ পরিবারে স্বচ্ছলতা নিয়ে এসেছেন শান্তা ওঝা।