আত্মনির্ভরশীলতায় বিশ্বাসী উজ্জীবক আমিনা বেগম

প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত বাংলাদেশের শস্যভাণ্ডার নামে খ্যাত বরিশাল জেলা। এই জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসিন্দা সবিতা ওরফে আমিনা বেগম। অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় সবিতার বিয়ে হয়ে যায়। সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। তাই মাঝে মাঝে মানুষের কাছে হাত পাততে হতো। এমনকি তাদেরকে ভাড়া করা ঘরে থাকতে হতো। ব্যবসা করতে গিয়ে বিভিন্ন মুসলমান পরিবারের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় আমিনার স্বামী রনজিৎ জয়ধর-এর এবং এক পর্যায়ে সবিতা-সহ স্বামী-স্ত্রী দু জনে মিলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সবিতার নাম রাখা হয় আমিনা বেগম। ২০১০ সালের শেষ দিকে আমিনা বেগম দি হাঙ্গার প্রজেক্ট-এর উজ্জীবক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি তাকে আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা যোগায়। প্রশিক্ষণ থেকে ফিরে এসে আমিনা নিজ বাড়িতে হাঁস-মুরগি লালন-পালন করতে শুরু করেন। আমি বর্তমানে ৩ শ’ হাঁসের বাচ্চা লালন-পালন করছেন। হাঁস লালন-পালন করায় তার আয় বেড়েছে। আমিনার স্বামী ভ্যান চালিয়ে এবং রাতের বেলা মাছ ধরে পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। বর্তমানে আমিনা ও তার স্বামী মিলে প্রতিমাসে গড়ে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করছেন। ইতোমধ্যে আয়ের টাকা দিয়ে তারা পাঁচ শতাংশ জমি ক্রয় করে স্থায়ী ঘর নির্মাণ করেছেন।