‘উন্নয়নের উদাহরণ: বাগেরহাটের বেতাগা ইউনিয়ন’

স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাব্রতীদের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ মে, ২০১৮, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব মো. মোকাম্মেল হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, এনজিও ব্যুরো বাংলাদেশ-এর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রিয়াঙ্কা পাল, ইউএন উইমেন-এর প্রোগ্রাম স্পেশালিষ্ট পলাশ কান্তি দাশ এবং ইউএন অফিস সমন্বয়কারী প্রধান রুমানা খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিগত ১২ বছর ধরে ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাব্রতী ও দি হাঙ্গার প্রজেক্ট-এর কারিগরি সহায়তায় বেতাগা ইউনিয়নে জনগনের জীবনমানের যে রূপান্তর ঘটেছে তা তুলে ধরে বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। স্বপন দাশ বলেন, ‘বেতাগা ইউনিয়নে ইউপির স্থায়ী কমিটিকে সক্রিয় করা হয়েছে, ওয়ার্ডসভায় ব্যাপক জনঅংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দরিদ্র তথা সকল শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, যা দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখছে। এছাড়া সৃজনশীল ও উদ্ভাবনী চর্চার মাধ্যমে ইউপির স্থায়ী কমিটির পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা খাত, গ্রামীণ স্বাস্থ্যসেবা খাত, কৃষির উন্নয়ন, প্রাণিসম্পদের বিকাশ, অংশগ্রহণমুলক সামাজিক বনায়ন সৃষ্টি, বাসা বাড়ির শতভাগ কর আদায়, শতভাগ বিদ্যুতের সুবিধা প্রদান, উন্নত স্যানিটেশন, সুপেয় পানি ব্যাবস্থাপনা ও সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয়েছে ইউনিয়ন পরিষদের সকল কাজে।’

মো. মোকাম্মেল হোসেন তাঁর বক্তব্যে এসডিজি অর্জনের ক্ষেত্রে বেতাগা ইউনিয়ন পরিষদ একটি সফল উদাহরণ বলে উল্লেখ করেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছি এমন একটি ইউনিয়নের, যেখানে ইউনিয়ন পরিষদ শক্তিশালী ও কার্যকর হবে এবং একদল সংগঠিত নাগরিক ইউনিয়নের পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সামাজিক কুসংস্কার রোধে ভূমিকা রাখবে। আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে বেতাগা ইউনিয়ন পরিষদ।’

মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত বিদ্যালয় ভবন পরিদর্শন করেন এবং উক্ত বিদ্যালয়েরর সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট-এর একদল স্বেচ্ছাব্রতীদের সাথে মিলিত হয়ে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে প্রতিনিধি দলটি ‘অর্গানিক বেতাগা’ সামাজিক বনায়ন ও কৃষি ক্ষেত পরিদর্শন করেন।