নওগাঁর পত্নীতলায় করোনা সংক্রমণ প্রতিরোধে তৃণমূলের উদ্যোগ

”আসুন, সবাই মিলে শপথ করি. করোনাভাইরাস মুক্ত গ্রাম গড়ি” এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে ৫ এপ্রিল ২০২০ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে র ছোটমহারন্দী গ্রামে দি হাঙ্গার প্রজেক্ট এর প্রচারণায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন মুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্য ক্রমগুলো হলো : # সামাজিক দুরত্ব বজায় রাখতে সকল বাড়ি এবং দোকানের সামনে মার্কিং করা;

# সব সময় পরিস্কার পরিছন্নতা থাকার ব্যাপারে জনসাধারণকে উৎসাহ প্রদান এবং VDT ও কমিউনিটি নেতার যৌথ উদ্যোগে ৫০টি সাবান বিতরন করা হয়।

# গ্রামের বিভিন্ন রাস্তায় এবং জলাবদ্ধ স্থানে জীবানুনাশক স্প্রে করানো হয়। কার্যক্রমগুলোতে সহায়তা করেন ছোটমহারন্দী গ্রাম উন্নয়ন দলের সভাপতি মোঃ মোখলুর রহমান, সদস্য দেলোয়ার হোসেন (স্বপন), রবিউল ইসলাম,উজ্জিবক মোঃ রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, নারীনেত্রী ফাহিমা বেগম ও রন্জনা বেগম, ছোটমহারন্দী কমিউনিটি ক্লিনিক হেল্থ কেয়ার প্রোপাইটার আব্দুল আলিম, স্বেচ্ছাব্রতি কর্মী আব্দুল মতিন সরদার, আবু তাহের দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ইউনিয়ন সমন্বয়কারী হারুনুর রশিদ প্রমুখ।