উজ্জীবক রাকিবুলের সাফল্য কথা

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের তেরাইল গ্রামের উজ্জীবক মো. রাকিবুল ইসলাম। তিনি ২০১৫ সালে দি হাঙ্গার প্রজেক্ট-এর উদ্যোগে আয়োজিত ভার্মি কম্পোস্ট সার (কেঁচো স্যার) তৈরি বিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণের পর রাকিবুল তার নিজ বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরির উদ্যোগ নেন। রাকিবুলের বাড়িতে এখন এক হাজারেরও বেশি কেঁচো রয়েছে। তিনি প্রতিমাসে দু মণেরও বেশি সার উৎপাদন করেন। উৎপাদিত এ সার তিনি তার নিজ জমিতে ব্যবহার করেন এবং অতিরিক্ত সার বিক্রি করে আয় করেন।

রাকিবুল জানান, রাসায়নিক সার ব্যবহার করে যে ফলন পাওয়া যেত, ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে তার থেকে বেশি ফলন পাওয়া যায় এবং পরিবেশও থাকে সুরক্ষিত।