অসহায়, বিপদগ্রস্ত ও কর্মহীন মানুষদের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উখিয়া উপজেলার সম্মানীত পিস এ্যাম্বাসেডর

মহামারী চলাকালীন সময়ে অসহায়, বিপদগ্রস্ত ও কর্মহীন মানুষদের দ্বারে দ্বারে ‘ভালোবাসার উপহার’ স্বরূপ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উখিয়া উপজেলার সম্মানীত পিস এ্যাম্বাসেডর জনাব সরওয়ার জাহান চৌধুরী।

করোনা মহামারীর এই সংকট কালীন সময়ে সমগ্র উখিয়ার অসহায়, বিপদগ্রস্ত ও কর্মহীন মানুষদের দ্বারে দ্বারে ‘ভালোবাসার উপহার’ স্বরূপ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উখিয়া উপজেলার সম্মানীত পিস এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী। এ সময় জনাব চৌধুরী বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, তাই এই সংকটকালীন সময়ে যদি জনগণের পাশে না দাঁড়াই তাহলে রাজনীতি করে লাভ কী? এটা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাছাড়া উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের গণ মানুষের নেতা ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আমাদেরকে অনুপ্ররণা ও নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে, ব্রিটিশ আমল থেকে আমাদের পরিবার রাজনীতি করে আসছে এবং জনগণকে সেবা দিচ্ছে, তাই দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের পারিবারিক ঐতিহ্যের একটি অংশ। তিনি আরো বলেন, এই মহামারীকে পরাজিত করার জন্য ঘরে অবস্থান করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কোন বিকল্প নেই। সম্মানীত পিএফজি সদস্য জনাব সুলতান মাহমুদ চৌধুরী, পিএফজি সদস্য জনাব দলিলুর রহমান শাহিন ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এই কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।