স্ব-শাসিত ইউপি অ্যাডভোকেসি ফোরাম

স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী ও আরও কার্যকর করে স্থানীয় পর্যায়ে স্বশাসন প্রতিষ্ঠা না করা গেলে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ সৃষ্টি করা যাবে না। বর্তমানে তৃণমূল পর্যায়ের নির্বাচিত একদল স্থানীয় সরকার প্রতিনিধি উজ্জীবক হিসেবে স্থানীয় পর্যায়ে উন্নয়নের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সকল নির্বাচিত জনপ্রতিনিধিরা ‘স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ’ নামে একটি নির্দলীয় সংগঠন গড়ে তুলেছে। সংগঠনটির নেতৃত্বে স্ব-শাসিত স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলার দাবিতে আন্দোলন পরিচালিত হচ্ছে। দি হাঙ্গার প্রজেক্ট এই সংগঠনের সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।

প্রতিষ্ঠাকাল: ১৬ মে ২০০২

লক্ষ্য:
স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিশেষত ইউনিয়ন পরিষদকে স্ব-শাসিত প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা।

উদ্দেশ্য:
নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ অর্জনের লক্ষ্যে সংগঠন কাজ করে যাবে:
(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানে বর্ণিত ৯, ১১, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের আলোকে স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা।
(খ) সাংবিধানিক আকাক্সক্ষার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় সরকার ব্যবস্থাকে গড়ে তুলতে জাতীয় সংসদ কর্তৃক আইন প্রণয়ন, আইনের সংশোধন ও যথাযথ বাস্তবায়ন।
(গ) স্থানীয় সরকারের নেতৃত্বে জনঅংশগ্রহণমূলক প্রক্রিয়ায় স্থানীয় উন্নয়ন নিশ্চিতকরণ।

কর্মকৌশল:
(১) সারাদেশে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা
(২) জনপ্রতিনিধিদের সামর্থ্য বৃদ্ধি/প্রশিক্ষণ
(৩) নীতি-নির্ধারকদের সঙ্গে অ্যাডভোকেসি
(৪) আন্দোলন গড়ে তোলা
(৫) আইনানুযায়ী পদ্ধতিগতভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন
(৬) আইনি লড়াই পরিচালনা
(৭) ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অপরাপর বন্ধু/সহযোগী সংগঠনসমূহের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।

কার্যক্রম:
স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন তার লক্ষ্যে পৌঁছার জন্য নিম্নবর্ণিত কার্যক্রম পরিচালনা করবে:
(ক) সংগঠন তৈরি।
(খ) সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি।
(গ) সদস্যদের প্রশিক্ষণ প্রদান।
(ঘ) সরকার ও নীতি নির্ধারকদের সঙ্গে এডভোকেসি।
(ঙ) স্থানীয় সরকার শক্তিশালীকরণের দাবীতে আন্দোলন।
(চ) জনগণকে সাথে নিয়ে স্থানীয় সমস্যা ও সমাধানের উপায় চিহ্ণিতকরণ।
(ছ) কর আদায়সহ স্থানীয় সম্পদ সংগ্রহ ও যথাযথভাবে তার ব্যবহার নিশ্চিতকরণ।
(জ) উন্নয়ন নিশ্চিতকরণে জনঅংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
উন্মুক্ত বাজেট অধিবেশন।

সাংগঠনিক কাঠামো:
স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ-বাংলাদেশ এর সাংগঠনিক কমিটি ৩টি স্তর বা পর্যায়ে থাকবে। এই চারটি স্তর হচ্ছে কেন্দ্র, জেলা এবং উপজেলা। স্তর বা পর্যায়ভিত্তিক কমিটি সমূহ হবে নিম্নরূপঃ

কেন্দ্র:
জাতীয় পরিষদ
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
জেলা:
জেলা কমিটি
উপজেলা:
উপজেলা কমিটি

ঠিকানা:
গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা শহরে সংগঠনের প্রধান কার্যালয় থাকবে। তবে স্থায়ী কার্যালয না হওয়া পর্যন্ত অস্থায়ী প্রধান কার্যালয় হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কার্যালয়টি ব্যবহৃত হবে। সে অনুযায়ী সংগঠনের বর্তমান ঠিকানা হলো: ২/২, ব্লক: বি, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ।