Active Citizens Program

203293677cf7358044c2623530ee8ce4Active Citizens is a non-profit programme that promotes community cohesion and improvement through civic engagement or volunteering in 38 countries including Bangladesh, Pakistan, India and Sri Lanka in South Asia region. Run by the British Council and partner organisations, it aims to increase the contribution of community leaders towards achieving sustainable development both locally and globally. It also encourages peer-to-peer relations across cultural, geographic and political boundaries via a lively online social network of participants, as well as occasional international exchange visits.

Active Citizens was launched in Bangladesh in 2009 in partnership with The Hunger Project Bangladesh. Eight other organisations, Democracy Watch, Centre for Communication and Development (CCD), Mass line Media Communication (MCC), Jaago Foundation, Voluntary Services Organisation (VSO, Uttaran, Wave Foundation, and Shushilon joined in this project as partners between 2011 and 2013.

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিল এর যৌথ উদ্যোগে পরিচালিত
এ্যাকটিভ সিটিজেন প্রকল্প
(কার্যক্রম: এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডার্স ট্রেনিং)

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতাবোধ জাগ্রত করে তাদের সৃজনশীলতার বিকাশ এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় এ্যাকটিভ সিটিজেন কর্মসূচি বাস্তবায়িত হবে। এই কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীদের সামর্থ্য বৃদ্ধি এবং তাদের নাগরিকত্ব চেতনায় উদ্বুদ্ধ করা হবে যাতে তারা সামাজিক কর্মকান্ড পরিচালনার সাথে যুক্ত হয়ে কমিউনিটি পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে। তাছাড়া এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীরা তাদের সামর্থ্য, চিন্তা- চেতনা ও অভিজ্ঞতা বিশ্ববাসীর সাথে বিনিময়েরও সুযোগ পাবে। এ কর্মসূচি ৩ টি ধাপে পরিচালিত হবে-
ক.    ছাত্র-ছাত্রীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম এবং তাদের সংগঠিতকরণ;
খ.    ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাব্রতী উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সামাজিক কর্মসূচি/উদ্যোগ বাস্তবায়ন;
গ.    সামাজিক কর্মসূচি পরিচালনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশের ভেতরে ও বাইরে বিনিময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.