স্বেচ্ছাব্রতী প্রশিক্ষক প্রশিক্ষণ

দি হাঙ্গার প্রজেক্ট সারাদেশে তার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও সহায়তার জন্য একদল স্বেচ্ছাব্রতী প্রশিক্ষক তৈরি করে। যারা তাদের নিজ নিজ এলাকা ও এলাকার বাইরে প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনার সাথে যুক্ত থাকে ন। এই প্রশিক্ষণের মাধ্যমে একদল প্রশিক্ষক তৈরি করা হয়, যারা প্রশিক্ষণ সংশ্লিষ্ট ধারণা লাভ ও পরিচালনার দক্ষতা অর্জন করে। স্বেচ্ছাব্রতী প্রশিক্ষক দি হাঙ্গার প্রজেক্ট-এর কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উদ্দেশ্য:
একদল স্বেচ্ছাব্রতী প্রশিক্ষক সৃষ্টি করা, যারা দি হাঙ্গার প্রজেক্ট-এর নীতিমালা ও কর্মকৌশলের আলোকে ও এসডিজি ইউনিয়ন গড়ার লক্ষ্যে যাবতীয় প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনায় দক্ষ হবেন এবং নারীকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নভিত্তিক গণজাগরণ গড়ে তুলতে এলাকার দায়িত্ব গ্রহণ করবেন।

কাঙ্ক্ষিত ফলাফল:
এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীগণ–
(১) উন্নয়নে ক্ষমতায়ন ধারার চেতনায় সমৃদ্ধ হবেন;
(২) নারী-পুরুষ সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং বৈষম্য দূরীকরণে উদ্যোগী হবেন;
(৩) উজ্জীবক প্রশিক্ষণ, ইয়ুথ লিডার্স ট্রেনিং ও অ্যাকটিভ সিটিজেন লিডার্স ট্রেনিং এর প্রতিটি সেশন পরিচালনার দক্ষতা অর্জন করবেন;
(৪) ‘স্বয়ংক্রিয় নেতৃত্ব বিকাশের চক্র’ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং নিজেকে বিকশিত করার লক্ষ্যে ব্যক্তিগতভাবে এ চক্র ব্যবহারের দক্ষতা অর্জন করবেন;
(৫) তাৎক্ষণিক সহায়তা ‘লাইভ কোচিং’-এর মাধ্যমে উপস্থাপনার মান বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করবেন;
(৬) ওয়ার্ড অ্যাকশন টিমের সভার গুরুত্ব অনুভব করবেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং তা পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন;
(৭) প্রশিক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে সুষ্পষ্ট ধারণা লাভ করবেন;
(৮) উন্নয়নে সুশাসন ও স্বশাসিত স্থানীয় সরকারের গুরুত্ব অনুভব করবেন এবং এ ব্যাপারে সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করবেন;
(৯) নারী ও পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নভিত্তিক গণজাগরণ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন এবং একটি নির্দিষ্ট এলাকার দায়িত্ব গ্রহণ করবেন।