স্বেচ্ছাব্রতীদের সক্রিয়তা- সচল স্প্রে মেশিন

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলারা খাউলিয়া ইউনিয়নের একটি গ্রাম কুমারখালী,মধ্যবিত্ত,নিন্ম মধ্যবৃত্ত সাধারণ মানুষের বসবাস এই গ্রামে। গত কয়েক দিন থেকে দি হাঙ্গার প্রজেক্টের সক্রিয় ভি.ডি.টি এবং ইয়ূথ সদস্যরা করনা ভাইরাসের সংক্রামন রোধে নিজেদের উদ্দ্যোগে এই গ্রামকে করোনা মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেন এবং “সবাই মিলে শপথ করি করোনা মুক্ত গ্রাম গড়ি” এই শ্লোগান নিয়ে সক্রিয় ভাবে কাজ করছে \ গ্রামের সকল জনগনকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরন,হাত ধোয়া ও পরিস্কার পরিছন্ন থাকার জন্য সাবান বিতরন করা সহ করনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরন সহ নানান সেবামূলক কাজ করে আসছে।
বেশ কয়েকদিন ধরে ঢাকা,নারায়নগঞ্জ ও এর অশেপাশ থেকে বেশ কিছু লোক তাদের নিজ বাড়িতে চলে আসছে ও তারা স্থানীয় ছোট বাজারে ঘোরাফেরা করে,এই খবর আমাদের ভি.ডি.টির কানে আসার সাথে সাথে ভি.ডি.টির সদস্যরা স্থানীয় মেম্বার,চৌকিদার এর সহযোগিতায় ঐ সকল বাড়ি গুলো লকডাউন করা সহ তাদের কে হোম কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা ও নিয়মিত খোঁজ রাখার পাশাপাশি তারার সজাগ দৃষ্টি রাখেন বাড়ি গুলোর প্রতি,যাতে তারা যেন বাড়ির বাইরে যেতে না পারে।
বহিরাগতদের চলাচলের স্থান জীবানুমুক্ত করার জন্য জিবানু নাশক স্প্রে করার সিদ্ধান্ত গ্রহন হয়, সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় এক চাষীর শরনাপন্ন হয়, চাষীর একটি অকেজো স্প্রে মেশিন আছে, চাষী ভাই জানায় তোমাদের এই মহৎ উদ্দ্যোগের পাশে আমি থাকতে চাই তাই তিনি তার মেশিনটি ভি.ডি.টির সদস্যদের হাতে দেন ও তার সহযোগিতায় মেশিন খোলা হয় ও মেরামত করা হয় এর পরপরই শুরু হয় বহিরাগতদের বিচরনের স্থানে জিবানু নাশক স্প্রে করার কাজ, লকডাউন করা বাড়ির সদস্যদের অনুরোধে তাদের বাড়ির আশেপাশে সহ গ্রামের গুরুত্বপূর্ণ স্থান, মসজিদ,দোকানপাটে জীবানুনাশক স্প্রে করার ব্যবস্থা করা হয়, এ কাজে ভি.ডি.টির সদস্যদের পাশাপাশি ইয়ূথ টিম এর সদস্যরা যথেষ্ট ভুমিকা পালন করে।জীবানুনাশক স্প্রে করার কাজটি চলমান রয়েছে,যতক্ষন এই মেশিন টি ব্যবহার করা হয়েছে তার সচলতার গতি স্বেচ্ছা সেবকদের গতির সাথে তাল মিলিয়ে চলছে। এই গ্রামকে করোনা মুক্ত করার জন্য এই কাজ চলমান অছে ও চলমান থাকবে।
এখন ভি.ডি.টি উদ্দ্যোগ গ্রহন করছে এই গ্রামের অনেক দারিদ্র ও অচল পরিবারের মাঝে খাবারের ব্যবস্থা করার,তাই গ্রামের বিত্তবানদের সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা করে দেয়া হবে