লাকসামের উত্তরদা ইউনিয়নে ‘নব-নির্বাচিত জনপ্রতিনিধি ও সুধীজনদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট-এর সহযোগিতায় কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো ‘নব-নির্বাচিত জনপ্রতিনিধি ও সুধীজনের প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময়। ২২ জানুয়ারি ২০১৭, ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও গণশিক্ষা আন্দোলনের সংগঠক তাজিমা হোসেন মজুমদার।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দারিদ্র্য দূরীকরণ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইউনিয়ন পরিষদকে শক্তিশালী, পেশাদার এবং কার্যকর করা জরুরি। কারণ প্রতিষ্ঠানটি নির্বাচিত স্থানীয় নেতৃত্ব হিসেবে জনগণের প্রাপ্য সম্পদ, সেবা ও অধিকারসমূহ নিশ্চিত করতে পারে।’

উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জনগণের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করা, তাদের সামর্থ্যরে বিকাশ ঘটানো এবং কাক্সিক্ষত গণ-জাগরণ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটানো প্রয়োজন বলে আমি মনে করি, যাতে আপনারা স্থানীয় জনগণকে সচেতন, সংগঠিত ও সক্রিয় করতে পারেন।’

সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ এবং নিজ নিজ ইউনিয়নের উন্নয়নে গৃহীত কর্ম-পরিকল্পনা ও আশার কথা তুলে ধরেন আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন, হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল আহমেদ, উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ, ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, মৈশাতুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন এবং আজগরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক আলী প্রমুখ। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস মিয়া, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. শাহাদত হোসেন, সাপ্তাহিক ‘আমাদের অধিকার’ পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, আজগরা হাজী আলতাপ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোকবুল আহমেদ শাহী এবং সিলইন ফাজিল মাদরাসার সহকারী সুপার ফরিদ উদ্দিন মজুমদার প্রমুখ।