লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য

ক. তৃণমূলে সামাজিক পুঁজি গড়ে তেলা এবং নির্ভরশীলতার মানসিকতায় পরিবর্তন আনা
খ. প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও পুষ্টি উন্নতকরণ
গ. কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কমিউনিটির মানুষের সামর্থ্য বৃদ্ধিকরণ
ঘ. তৃণমূলে মানুষের জন্য শিক্ষা ও তথ্যের প্রাধিকার নিশ্চিতকরণ
ঙ. সমষ্টিগতভাবে নিজেদের চাহিদা পূরণের লক্ষ্যে সামাজিক ঐক্য বৃদ্ধি এবং কমিউনিটির মানুষকে ক্ষমতায়িত করা
চ. তৃণমূলে খাদ্য এবং জলবায়ু নিরাপত্তা বৃদ্ধি।

ক. নারী নেতৃত্ব বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি
খ. নারীদের জন্য আয় বৃদ্ধিমূলক কাজের সুযোগ তৈরি
গ. নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা বৃদ্ধি করা
ঘ. সরকারি সেবায় অভিগম্যতা বৃদ্ধি
ঙ. নারী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
চ. সর্বস্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ভূমিকা রাখার সুযোগ তৈরি

ক. কার্যকরভাবে পরিষদ পরিচালনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সামর্থ্য বৃদ্ধি
খ. স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবেশ তৈরি
গ. সরকারি সেবার গুণগত মান উন্নতকরণে সামাজিক সচেতনতা বৃদ্ধি

ক. বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা হস্তান্তরের জন্য আন্দোলন জোরদার করা
খ. সুশাসনে জন্য নীতি-নির্ধারকদের প্রভাবিত করার লক্ষ্যে সিভিল সোসাইটি নেটওয়ার্ক শক্তিশালীকরণ
গ. জেন্ডার সমতা ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার জন্য সামাজিক জোট গড়ে তোলা।

উদ্দেশ্য

আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে একদল স্বেচ্ছাব্রতী তৈরি করা, পরিবর্তনের অন্যতম রূপকার হিসেবে তৃণমূলের নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণ এবং বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও রাষ্ট্রীয় সম্পদে সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে নিরবিচ্ছিন্নভাবে অ্যাডভোকেসি করা এবং সামাজিক জোট গড়ে তোলা।