মহাদেবপুর উপজেলার ৮ টি অফিসে খোলা হলো তথ্য ফাইল

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বিভিন্ন অফিসে ইতিবাচক পরিবর্তন ঘটতে শুরু করেছে। এর কারণ হিসেবে তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করার বিষয়টি ভুমিকা রাখছে বলে মনে করছেন এক্টিভিষ্ট লিয়াকত। কারণ তার আবেদনের পূর্বে ঐসকল অফিসে কোন ব্যক্তি আবেদন করেননি। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তগণের এই বিষয়ে পূর্বের কোন ধারণা না থাকায় এক্টিভিষ্ট লিয়াকতের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে তারাও ধারণা লাভ করেন।

২০০৯ সালে আইনটি পাশ হলেও জনগণ এই আইন সম্পর্কে না জানার কারণে তথ্য চেয়ে আবেদন করা থেকে বিরত ছিল। যার কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তাগণও এই বিষয়ে জানার প্রয়োজন অনুভব করেননি। কিন্তু জনাব লিয়াকতের আবেদনের পর থেকে তারা যেন জেগে উঠতে বাধ্য হয়েছেন। এরফলে তথ্য চাওয়ায় তাদের আচরণে বিরক্তি থাকলেও তথ্য প্রদান করা থেকে বিরত রাখতে পারেননি নিজেদের। এখন ঐসকল অফিসে ক ফরম সংগ্রহের জন্য আলাদা ফাইল খোলা হয়েছে। যেসব অফিসে নতুন ফাইল খোলা হয়েছে তার একটা তালিকা তৈরি করেছেন এক্টিভিষ্ট লিয়াকত।
যা নিম্নরুপ:
১. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস (মহাদেবপুর);
২. উপজেলা পল্লী উন্নয়ন অফিস (মহাদেবপুর);
৩. উপজেলা কৃষি সম্প্রসারন অফিস (মহাদেবপুর);
৪. উপজেলা পরিবার পরিকল্পনা অফিস (মহাদেবপুর);
৫. একটি বাড়ি একটি খামাড় প্রকল্প অফিস (মহাদেবপুর);
৬. মহিলা বিষয়ক অফিস (মহাদেবপুর);
৭. সমাজ সেবা অফিস (মহাদেবপুর);
৮. যুব উনড়বয়ন অফিস (মহাদেবপুর);
৯. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।