বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কার্যক্রম

বাল্যবিবাহ বাংলাদেশের কন্যাশিশুদের জন্য এক অভিশাপ। এদেশের ৬৬ শতাংশ কন্যাশিশুই তাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিয়ের শিকার হয়। এরফলে তারা শিক্ষা ও পুষ্টির অধিকার থেকে বঞ্চিত হয়। অল্প বয়সে মা হতে গিয়ে কন্যাশিশুদের অনেকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুমুখে পতিত হয়। তাই বাল্যবিবাহ বন্ধে এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে আলাপ-আলোচনা, সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

দি হাঙ্গার প্রজেক্ট প্রতিষ্ঠার পর থেকেই বাল্যবিবাহ বন্ধে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে সংস্থার কর্মভুক্ত এলাকাগুলোতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান পরিচালিত হয়। এছাড়া বাল্যবিবাহ বন্ধে ক্লাব/কমিটি গঠন, উঠান বৈঠক আয়োজন, র‌্যালি এবং স্টাডি সার্কেলের আয়োজন করেন দি হাঙ্গার প্রজেক্ট-এর উজ্জীবক, নারীনেত্রী ও ইয়ুথ লিডাররা। তাদের প্রচেষ্টায় ইতোমধ্যে বহু ইউনিয়ন/উপজেলা বাল্যবিবাহমুক্ত ঘোষিত হয়েছে।