পত্নীতলায় নারী উন্নয়ন মেলায় দি হাঙ্গার প্রজেক্ট-এর প্রথম স্থান অর্জন

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু কর; নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়’ এই স্লোগানকে সামনে রেখে ৮ ও ৯ মার্চ ২০১৯, নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নারী উন্নয়ন মেলার’ আয়োজন করা হয়। এতে স্টলের মাধ্যমে নয়টি উন্নয়ন সংস্থা নিজেদের কার্যক্রম প্রদর্শন করে। ৯ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মেলায় অংশ নেওয়া সকল প্রতিষ্ঠানকে পুরস্কার এবং সনদ প্রদান করেন। প্রদর্শিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে স্টলগুলোর মধ্যে দি হাঙ্গার প্রজেক্ট, পত্নীতলা প্রথম স্থান অর্জন করে। মেলায় হাসেনবেগপুর আদিবাসী উন্নয়ন দল দ্বিতীয় স্থান এবং পত্নীতলা কারুশিল্প পল্লী অর্জন করে তৃতীয় স্থান। মেলায় অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো জাতীয় মহিলা সংস্থা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বাংলাদেশ লুথারেন মিশন ফিন্নিস, আলোহা সোস্যাল সার্ভিসেস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ব্রতী।