নিরাপদ পানি ও স্যানিটেশন

নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক প্রচারাভিযান হলো ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে শতভাগ নিরাপদ পানি পান ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেতনতা সৃষ্টিমূলক একটি সমন্বিত উদ্যোগ।

উদ্দেশ্য:
ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে নিরাপদ পানি পান ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে শতভাগ নিরাপদ পানিও স্যানিটেশনের ব্যবস্থা করতে উৎসাহিত হয়।

কাঙ্ক্ষিত ফলাফল:
ইউনিয়ন তথা গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ পানি পান ও স্যানিটেশনের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।
ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ পানি পান ও স্যানিটেশন-এর উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা; যাতে তারা তাদের পরিবার ও প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করতে পারে।
সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীগণ ব্যক্তিগত ঊদ্যোগে নিজেদের প্রয়োজনে শতভাগ নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করতে উৎসাহিত হবেন।
সম্মিলিতভাবে এলাকার জনগণ ও ইউনিয়ন পরিষদের সামাজিক ঊদ্যোগে রাস্তার পাশে, বাজারে, হাটে, বিদ্যালয়, মসজিদ, মন্দির, কিংবা অন্যান্য পাবলিক প্লেসে শতভাগ নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করতে উৎসাহিত হবে।