নারী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ

দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে যে, ‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’। কেননা, বিদ্যমান জেন্ডার অসমতা ও বৈষম্য ক্ষুধামুক্ত-আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার পথে একটি বড় অন্তরায়। সমাজের অর্ধেক জনগোষ্ঠী-নারীকে অবদমিত রেখে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। বস্তুত নারীদের অগ্রাধিকার দিয়ে বিদ্যমান বৈষম্য ও অসমতা দূর করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনায় দি হাঙ্গার প্রজেক্ট প্রতিশ্রুতিবদ্ধ। এই উপলব্ধি থেকে দি হাঙ্গার প্রজেক্ট একটি নতুন ভবিষ্যৎ সৃষ্টির প্রত্যাশায় সারাদেশে তৃণমূল পর্যায়ে একদল স্বেচ্ছাব্রতী ও চিন্তাশীল নারী নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে পরিচালনা করছে ‘নারী নেতৃত্ব বিকাশ’ কার্যক্রম।

প্রশিক্ষণের উদ্দেশ্য:
নারী-পুরুষের সমতা অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টিতে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে একদল নারীকে সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করা।

প্রশিক্ষণের কাঙ্ক্ষিত ফলাফল:
এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী–
(১) ‘জেন্ডার ধারণা’, ‘জেন্ডার ভূমিকা’ ও ‘জেন্ডার বৈষম্য’ সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে সমর্থ্য হবেন;
(২) বাংলাদেশে নারীদের সমস্যা, লিঙ্গীয় বৈষম্যের আর্থিক ও সামাজিক খেসারতের বাস্তব চিত্র উপলদ্ধি করতে পারবেন এবং এ চিত্র বদলাতে নারী ইস্যুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অনুপ্রাণিত হবেন;
(৩) নারীর অধঃস্তনতা ও অনুন্নয়ন যে বিদ্যমান পুরুষতান্ত্রিক কাঠামো ও মূল্যবোধ দ্বারা সৃষ্ট ও লালিত তা উপলদ্ধি করতে পারবেন এবং নারীর ক্ষমতায়নের প্রশ্নে পুরুষতান্ত্রিক মূল্যবোধ ও মানসিকতাকে চ্যালেঞ্জ করবেন;
(৪) নারীর সাংবিধানিক ও মানবাধিকার সম্পর্কে ধারণা অর্জন ও নারী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ পর্যালোচনা করতে পারবেন এবং সরকারি সুযোগ ও সেবায় নারীর অভিগম্যতা সৃষ্টিতে ভূমিকা রাখবেন;
(৫) অংশগ্রহণকারী একজন স্বয়ংক্রিয় স্বেচ্ছাব্রতী নেতা হয়ে উঠবেন, যিনি স্থানীয় পর্যায়ে নতুন নারী নেতৃত্ব সৃষ্টি করবেন। পাশাপাশি জেন্ডার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি সমমনা প্রতিষ্ঠান ও ব্যক্তির সমন্বয়ে ঐক্য/মোর্চা গড়ে তুলতে উদ্যোগী হবেন;
(৬) ‘টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ’ অর্জনে বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়নে এলাকার নারীদেরকে সাথে নিয়ে সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন; এবং
(৭) প্রত্যেক অংশগ্রহণকারী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তার এলাকার দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রত্যাশার আলোকে মাসিক কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবেন।