নারী উন্নয়নে সক্রিয় সংগঠক শেফালী বেগম

শেফালী বেগম। একজন সফল উজ্জীবক ও গণগবেষক-এর প্রতিচ্ছবি। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সূন্দরখাতা গ্রামের বাসিন্দা। শেফালী বেগম দি হাঙ্গার প্রজেক্ট-এর ৬২২তম ব্যাচে উজ্জীবক প্রশিক্ষণ এবং ৩২তম ব্যাচে গণগবেষণা কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণগুলো গ্রহণের পর থেকে তিনি নিজ সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন। শেফালী বেগম অনুধাবন করেন যে, এলাকার পিছিয়ে পড়া অসহায় নারীদের সংগঠিত করে কিছু একটা করা দরকার। এরকম ভাবনা থেকে ২০১৬ সালের এপ্রিল মাসে নিজ পাড়ায় ২৫ জন নারীকে নিয়ে গড়ে তোলেন ‘উত্তর সুন্দর খাতা নারী কল্যাণ সমিতি’। সমিতির সদস্যরা প্রতিমাসে ২০ টাকা হারে সঞ্চয় করেন। বর্তমানে সমিতির মোট সঞ্চয় দাঁড়িয়েছে ১২ হাজার টাকা। বর্তমানে সদস্যরা সহজ শর্তে সমিতি থেকে ঋণ নিয়ে ছাগল পালন-সহ বিভিন্ন আয়মুখী কাজে যুক্ত হচ্ছেন। এছাড়া শেফালী বেগমের নেতৃত্বে সমিতির উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমিতি পরিচালনা ছাড়াও শেফালী বেগম একজন সেবিকা হিসেবে তার এলাকার গর্ভবতী নারীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন।