নারীনেত্রীর নাম-আঞ্জুমান আরা বেগম

নওগাঁ জেলা পতœীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের বাদতিলনা গ্রামের মানুষকে করোনাভাইরাস সংক্রমনের হাত থেকে রক্ষা করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারীনেত্রী আঞ্জুমান আরা বেগম। বাদতিলনা গ্রাম উন্নয়ন দল, এবং নারীনেত্রীদের নিয়ে তিনি গ্রামের প্রত্যেক বাড়ীতে পৌছেঁ দিয়েছেন সচেতনতার বার্তা।
‘আসুন, সবাইমিলে শপথ করি, করোনাভাইরাস মুক্ত গ্রাম গড়ি’ ¯ে¬াগানকে সামনে রেখে ১৩৭টি পরিবারের প্রত্যেকের নিকট, লিফলেট, প্রত্যেকটি টিউবওয়েল, ট্যাপের সামনে সাবান সকলের মাঝে মাস্ক বিতরণ করেন। নিজেদের উদ্যেগে গ্রামের প্রত্যেক রাস্তা এবং বাড়ীর সামনে জীবানুনাশক ¯েপ্র করেছেন। এবং সাথে হাতের লেখা পোষ্টার বাড়ি বাড়ি সেটে দিয়েছেন। জ্বর,সর্দি,কাশি বা সিজনাল অসুখে নারীদের স্থাণীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করে গ্রামের ১৮জন কর্মহীন পরিবারের কাছে চাল, ডাল, আলু, তৈল, সাবান বিতরণ করেছেন। শুধু নিজের গ্রামেই নয়, পাশের চান্দইল গ্রামেও মানুষকে সচেতন করতে ঝাঁপিয়ে পড়েছেন। আঞ্জুমান আরার মতো আÍ-প্রত্যয়ি নারীদের কারনে এখনও নিরাপদে রয়েছে বাদতিলনা গ্রামের সাধারণ মানুষ। মানুষকে নিরাপদে রাখতে অব্যাহত থাকবে এই উদ্যোগ।