তাসলিমা আক্তার এখন স্বাবলম্বী

চিত্র: সেলাই প্রশিক্ষণ পরিচালনা করছেন তাসলিমা আক্তার

সাফায়েত হোসেন # আত্মশক্তিকে কাজে লাগিয়ে নিজ পরিবারে স্বচ্ছলতা নিয়ে এসেছেন তাসলিমা আক্তার। তাসলিমা কুমিলা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের উত্তরদা গ্রামের বাসিন্দা। দশম শ্রেণিতে পড়াবস্থায় তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তাসলিমার সংসারে আসে একের পর দুই কন্যাসন্তান। স্বামী জহুরুল ইসলাম-এর সামান্য উপার্জন দিয়ে সংসার চালানো দায় হয়ে দাঁড়ায়। আর্থিক অনটনের কারণে তাসলিমার সংসারে সবসময় অশান্তির ছায়া লেগে থাকতো।

২০১৫ সালের মার্চ মাসে তাসলিমা দি হাঙ্গার প্রজেক্ট-এর পরিচালনায় মাসব্যাপী একটি সেলাই প্রশিক্ষণে (১১৮২তম ব্যাচ) অংশ নেন। এ প্রশিক্ষণটি তার জীবনকে বদলে দেয়। প্রশিক্ষণ শেষে তাসলিমা নিকটাত্মীয়দের কাছ থেকে কিছু টাকা ধার করে একটি সেলাই মেশিন ক্রয় করেন। এ মেশিন দিয়ে তাসলিমা তার গ্রামের নারী ও শিশুদের পোশাক তৈরি করা শুরু করেন। তাসলিমা বর্তমানে দি হাঙ্গার প্রজেক্ট-সহ অন্যান্য সংস্থার পরিচালনায় আয়োজিত সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। সেলাইয়ের কাজ করে এবং প্রশিক্ষক হিসেবে কাজ করার ফলে তাসলিমা সক্ষম হয়েছেন নিজ পরিবারে স্বচ্ছলতা নিয়ে আসতে। তাসলিমার পরিবারে আর্থিক অনটন এখন একটি অতীত বিষয়ে পরিণত হয়েছে