তথ্য ভাই এর জন্য কী করতে পারি?

লিয়াকত নামটি শুনলেই সাথে তথ্য সম্রাট শব্দটাও শোনা যাচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার লোক মুখে। তিনি এখন কারো কাছে তথ্য দাদা, কারো কাছে তথ্য রাজ, আবার কেউ কেউ তথ্য হিরো বলে সম্বোধন করছেন তাকে। আর তিনি নিজেকে মনে করেন তথ্য ভান্ডার। এর কারণ জানতে চাইলে জনাব লিয়াকত বলেন দি হাঙ্গার প্রজেক্টের আয়জনে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ থেকে ফিরে তিনি যা করেছেন এটা তারই ফল। প্রশিক্ষণে তিনি তথ্য অধিকার কী, কেন প্রয়োজন, কাদের জন্য প্রয়োজনসহ আরো অনেক বিষয় জানতে পারেন এবং বিভিন্ন কতৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করতে শুরু করেন। ২০১৯ সালের জানুয়ারী এবং ফেব্রুয়ারী মাস মিলিয়ে তিনি মোট ১৪১ টি আবেদন করেন। তথ্য দিয়ে সহযোগিতাও করেছেন বেশ কিছু কতৃপক্ষ। একই অফিসে একাধিকবার আবেদন করায় বর্তমানে তিনি ঐসকল অফিসে আবেদন করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাকে দেখেই বলে ওঠেন, তথ্য ভাই এর জন্য কী করতে পারি? কোথাও কোথাও বলে, তথ্য দাদা আপনার কী তথ্য লাগবে বলেন। একটিভিষ্ট
লিয়াকত এখন আরো বেশী উৎসাহ নিয়ে এলাকার অন্যদেরকেও তথ্য অধিকার আইন এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করে চলেছেন।