চর-ঈশ্বরদিয়ায় জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট অধিবেশন

গত ২৮ শে মে মঙ্গলবার ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর-ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল ১১.০০ টায় জনগণের উপস্থিতিতে ২০১৩-১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপ-পরিচালক (স্থানীয় সরকার , ময়মনসিংহ ) জনাব এ. এইচ. এম. লোকমান , বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরম্নজ্জামান মিয়া এবং দি হাঙ্গার প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মোঃ আসলাম খান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, পরিষদের সকল সদস্যবৃন্দসহ নেতৃত স্থানীয়্ব গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন চর-ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর। বাজেট অধিবেশন শুরম্ন হয় কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর স্বাগত বক্তব্য দেওয়ার পর ইউনিয়ন পরিষদের সচিব গোপাল লাল চৌধুরী ইউনিয়নের আগামী ২০১৩-১৪ অর্থ বছরের সম্ভাব্য দুই কোটি একাশি লড়্গ একানব্বই হাজার একশত দশ টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট উপস্থাপনের পর উপস্থিত সকলেই বাজেটের উপর বিভিন্ন সুপারিশ ও মতামত প্রদানে করে। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯ জন আদর্শ কৃষক এবং সেরা ৩ টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ কর দাতা হিসেবে অতিথিদের মাধ্যমে পরিষদের পড়্গ থেকে পুরম্নষ্কৃত করা হয়। প্রশ্নোত্তর পর্বের শেষে বাজেটের উপর আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা ব্যবস্থাপক মোঃ আসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরম্নজ্জামান মিয়া এবং প্রধান অতিথি উপ-পরিচালক (স্থানীয় সরকার , ময়মনসিংহ) জনাব এ. এইচ. এম. লোকমান । বক্তৃতায় অতিথি বৃন্দের সকলেই ইউনিয়ন পরিষদকে স্ব”ছতা , জবাবদিহিতার জন্য জনগণকে দায়িত ্বনিয়ে এগিয়ে আসার জন্য গুরত্বারম্নপ করেন। পরিষদের বিভিন্ন কাজে অংশগ্রহণ এবং কর দেয়ার প্রতি উৎসাহ প্রদান করেন।