গণ গবেষণা

দি হাঙ্গার প্রজেক্টের কর্মএলাকায় প্রচলিত রাসয়নিক কৃষির বিকল্প শূন্য বাজেট প্রাকৃতিক কৃষির যাত্রা শুরু

কৃষি হবে বিনা পয়সায়! ফসল উৎপাদনে কোন প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের প্রয়োজন হবে না। কৃষির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, দারিদ্র বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা সম্ভব হবে। মাত্র একটি দেশি গাই গরুর গোবর এবং গরুরমূত্রের সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে চাষ করা যায় ৯০ বিঘা (৩০ একর) জমি। বালাইনাশক হিসেবে ব্যবহার করা হয় দেশিয় প্রজাতির লতাপাতা। এই চাষ পদ্ধতির জন্য কৃষকের কোন কিছু কিনতে হয় না বলে এই কৃষির নাম শূন্য বাজেট প্রাকৃতিক কৃষি। প্রচলিত রাসায়নিক সার এবং কীটনাশকের বিকল্প এই চাষ পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গণগবেষণা ইউনিট। যা ইতিমধ্যে কর্মএলাকার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এসপিএনএফ মুভমেন্ট বাংলাদেশের সহযোগিতায় বিকল্প এই চাষ পদ্ধতি নিয়ে গত ১১ থেকে ১২ মে ২০২২ তারিখে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণুপুর ইউনিয়ন পরিষদে, ৩১ মে এবং ১ জুন ২০২২ তারিখে রংপুর জেলার গঙ্গাচড়া আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এবং ২২ ও ২৩ জুন ২০২২ তারিখে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে মোট তিনটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ তিনটি পরিচলানা করেন এসপিএনএফ মুভমেন্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রহমত শহিদুল ইসলাম। এই কৃষির উদ্ভাবক ভারতের প্রখ্যাত কৃষিবিদ পদ্মশ্রী ড. সুভাষ পালেকার। উদ্ভাবকের নাম অনুসারে সুভাষ পালেকার ন্যাচারাল ফার্মিং বা সংক্ষেপে এসপিএনফ নামেও পরিচিত। ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে সবুজ বিপ্লব পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের বীজ, অজৈব সার এবং কীটনাশক ব্যবহারের বিকল্প হিসাবে তিনি ভারতে এটি চালু করেন। বর্তমানে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধপ্রদেশ, গুজরাটসহ বিভিন্ন প্রদেশের ৩ কোটির অধিক কৃষক এই চাষ পদ্ধতি ব্যবহার করছেন। ড. পালেকার গবেষণা করে দেখিয়েছেন, একটি শস্য গাছের বেড়ে উঠতে যে পুষ্টির প্রয়োজন তার ৯৮ শতাংশই আসে প্রকৃতি থেকে। বাকি ১.৫ থেকে ২ শতাংশ পুষ্টির জন্য আমরা রাসায়নিক সার প্রয়োগ করে থাকি। মাটিকে আলাদাভাবে তৈরি করে অণুজীব বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিকভাবেই মাটিতে ওই পরিমান পুষ্টি তৈরি করা যায়। ফলে কৃত্রিম সার প্রয়োগের কোন প্রয়োজন পড়ে না। এই চাষ পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত দুই দিনের এই প্রশিক্ষণে মাত্র একটি দেশি গাই গরুর গোবর, মূত্র এবং দেশীয় উপরকরণ ব্যবহার করে বিকল্প প্রাকৃতিক সার এবং বালাই নাশক তৈরীর কলা কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে শেখানো হয়।

এই পদ্ধতি মাটির বিভিন্ন অনুজীব, ব্যাকটেরিয়া এবং কেঁচোর সংখ্যা বাড়িয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। বালাই নাশকে তৈরীতে দেশীয় প্রজাতির গাছের লতা-পাতার ব্যবহার হয় বলে প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া ব্যাঙ, বিভিন্ন উপকারী পোঁকা, ভোমর, মৌমাছি, পাখি ফিরে আসে। ফলে স্বাভাবিক ইকোসিস্টেম ঠিক রেখে কৃষির সামগ্রীক উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা সম্ভব হয়। প্রশিক্ষণে শূন্য বাজেট প্রাকৃতিক কৃষির ইতিহাস, পৃথিবীর বিভিন্ন দেশে প্রয়োগের উদাহরণ, অংশগ্রহণকারীদেরৱ অভিজ্ঞতা এবং সবুজ বিপ্লবের নামে বছরের পর বছর রাসয়নিক সার, কীটনাশক এবং ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে প্রাণ-প্রকৃতি তথা জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেকে এই চাষ পদ্ধতি প্রয়োগ করার পাশাপাশি এলাকার কৃষকেদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। তারা আগামী এক বছরে নিজেদের ১০০ একর জমিসহ, ১০০টি গণগবেষক দল এবং ১০০টি গ্রাম উন্নয়ন দলের (ভিডিটি) মোট চার হাজার মানুষকে সস্পৃক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রশিক্ষণে নওগাঁ, রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলের মোট ১১৫ (পুরুষ-৯৭, নারী-১৮) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ইতিমধ্যে ধান, পটল, মরিচ, আমসহ বিভিন্ন ফল এবং সবজিতে শূন্য বাজেট প্রাকৃতিক কৃষি বা এসপিএনএফ পদ্ধতি প্রয়োগ করে ভালো ফল পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন।

আমরা বিশ্বাস করি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ শূন্য বাজেট প্রাকৃতিক কৃষি বা এসপিএনএফ কর্মসূচী কর্ম এলাকার সকল অঞ্চলের জিজিএস, স্বেচ্ছাব্রতী উজ্জীবক, নারী নেত্রী এবং গ্রাম উন্নয়ন দলের সদস্যরা যুক্ত হবেন। শূন্য বাজেট প্রাকৃতিক কৃষি সস্প্রসারণের মাধ্যমে দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তা তৈরী এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অবদান রাখবেন। প্রশিক্ষণ আয়োজন এবং পরিচালনায় সহযোগিতা করেন, দি হাঙ্গার প্রজেক্টের গণগবেষণা ইউনিটের সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, নওগাঁ  রাজশাহী অঞ্চলের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, এরিয়া সমন্বয়কারী সামসুদ্দীন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর এবং এরিয়া সমন্বয়কারী খাইরুল বাসার।

পিডিএফ ডাউনলোড || আর্টিকেলটির ইংরেজী ভার্সন ডাউনলোড করুন

– গণগবেষণা ইউনিট


বুদ্ধিবৃত্তিক মুক্তি ও আর্থ-সামাজিক রূপান্তরের হাতিয়ার গণগবেষণা
গবেষণার মূল আলোচ্য বিষয় হলো– মানুষ ও তার সমাজ। যৌথভাবে মাথা খাটানো, যৌথ অনুসন্ধান, পারস্পারিক শিখন, পর্যালোচনামূলক বিশ্লেষণ, পরিকল্পনা, দলগঠন, যৌথভাবে বাস্তবায়ন ও সমাজ রূপান্তরের একটি পদ্ধতিগত প্রক্রিয়ার নাম গণগবেষণা। এই প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট সমস্যার ভেতরে থাকা জনগোষ্ঠী নিজেরা যৌথভাবে মাথা খাটাবেন, সমস্যা চিহ্নিত করবেন ও সমস্যা সমাধানের নতুন নতুন উপায় অনুসন্ধান করবেন ও তা বাস্তবায়ন করবেন।


Participatory Action Reasearch বা PAR পদ্ধতির বাংলা পরিভাষা ’গণগবেষণা’। এটি একটি সমাজ গবেষণা পদ্ধতি।

প্রতিটি মানুষ এবং প্রতিটি জনগোষ্ঠীর মধ্যেই তার পরিবর্তনের শর্ত, শক্তি ও উপাদানগুলো বিদ্যমান থাকে। যে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর পরিবর্তন বা রূপান্তর ঘটার ক্ষেত্রে তার ভেতরের উপাদানগুলোর ভূমিকাই প্রধান। কিন্তু ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে বাইরের পরিবেশ বা সহায়কের ভূমিকা আবশ্যক।

গণগবেষণা সহায়ক:
গণগবেষণা প্রক্রিয়ায় সহায়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। একজন সহায়ক বিশ্বাস করেন, মানুষ সৃষ্টিশীল জীব এবং মানুষের সৃষ্টিশীলতার মুক্তিই উন্নয়নের লক্ষ্য। প্রত্যেক মানুষের রয়েছে নিজস্ব জ্ঞান ও সৃজনশীল মেধা। যে কোনো আর্থ-সামাজিক অবস্থাকেই মানুষ সৃষ্টিশীলভাবে মোকাবিলা করতে পারে। মানসিক পরনির্ভরশীলতা ও উদ্যোগ নিতে অনিহার কারণে অনেক সময় মানুষের সৃষ্টিশীলতার প্রয়োগ হয় না। একজন সহায়ক মানুষের এই সৃষ্টিশীলতা জাগিয়ে তুলতে প্রণোদনা দিবেন এবং সহায়ক পরিবেশ গড়ে তুলবেন।

একজন সহায়কের মধ্যে তার নিজ সমাজকে এগিয়ে নিয়ে যাবার সৎ আকাক্সক্ষা, সংগ্রামী চেতনা ও লড়াকু মানসিকতা থাকতে হয়। তার মধ্যে শেখার প্রবল আকাক্সক্ষা ও কৌতুহল থাকতে হয়। অন্যদের জ্ঞান, চিন্তা ও যুক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা থাকতে হয়। সহায়ক তার নিজস্ব জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতা সামাজিক পরিবর্তন প্রক্রিয়াতে যুক্ত করেন। যুক্তি ও সংলাপ প্রক্রিয়ায় সকলের চিন্তা ও মতামতের ভিত্তিতে নতুন চিন্তা ও নতুন জ্ঞান সৃজন করতে সহযোগিতা করেন।

গণগবেষণা কর্মশালা:
গণগবেষণার সহায়ক হওয়ার উপাদানসমৃদ্ধ অসংখ্য উদ্যমী, উদ্যোগী ও লড়াকু মানুষ আমাদের সমাজে রয়েছে। গণগবেষণা ফাউন্ডেশন কোর্স ও গণগবেষণা কর্মশালার মাধ্যমে এই মানুষগুলোকেই দক্ষ সহায়ক হিসাবে তাদের গড়ে তোলা হয়। তারাই সমাজের বঞ্চিত, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে গণগবেষণা প্রক্রিয়ায় সংগঠিত, ক্ষমতায়িত ও তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে উদ্দীপিত করেন। মানুষ হিসেবে তাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা ও সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলেন।

গণগবেষকরাই গণগবেষণার মূল শক্তি:
গণগবেষণার মূল শক্তি মানুষ। গণগবেষণা পদ্ধতির লক্ষ্য হলো– মানুষের বুদ্ধিবৃত্তিক মুক্তি ও আর্থ-সামাজিক রূপান্তর। এক্ষেত্রে গণগবেষণার অভিষ্ঠ জনগোষ্ঠী হলো– সমাজের সবচেয়ে বঞ্চিত ও পিছিয়ে পড়া অংশ। তারাই গণগবেষক। নিজেরা মাথা খাঁটান, সমস্যা চিহ্নিত করেন ও সমাধানের উপায় খুঁজে বের করেন। এ প্রক্রিয়ায় সহায়ক একজন উদ্দীপকের ভূমিকা পালন করেন মাত্র।

গত দুই দশকে বাংলাদেশে দারিদ্র্যের হার কিছুটা কমলেও এখনও দেশে প্রায় পাঁচ কোটি দরিদ্র মানুষ রয়েছে। সমাজের এই মানুষগুলো নিরন্তর জীবন-জীবিকার সংগ্রামে নিয়োজিত থাকেন। প্রতিদিন বহুরকম বুদ্ধি প্রয়োগ করে তাদের টিকে থাকতে হয়। যারা এই অবস্থার মধ্যে বসবাস করেন তারাই সবচেয়ে ভালোভাবে জানেন দারিদ্র্যের কারণ ও প্রকরণসমূহ। ফলে এই অবস্থা থেকে বের হবার উপায় সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালোভাবে জানা থাকার কথা। তা সত্বেও, দারিদ্র্য বিমোচনের বিভিন্ন গবেষণায় দরিদ্র জনগোষ্ঠীকে তেমনভাবে যুক্ত করা হয় না। তাদের মতামত ও চিন্তার প্রতিফলন ঘটে না। সমাজে তাদের কোনো মর্যাদা নেই, তাদের জ্ঞানের মূল্য নেই, মালিকানা নেই। ফলে সমাজের এক বিরাট অংশের জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতা থেকে বঞ্চিত হচ্ছে সমাজ। আমাদের সমাজের অনগ্রসরতার এটাই প্রধানতম কারণ।

গণগবেষণা সমিতি:
দি হাঙ্গার প্রজেক্ট-এর সহযোগিতায় গণগবেষণা প্রক্রিয়ার সংগঠিত প্রায় ৩০ হাজার (২০১৬ পর্যন্ত) দরিদ্র মানুষ। ছোট ছোট সংগঠনের মধ্যে তারা নিজেদের সংগঠিত করেছেন। তৃণমূলের এই সংগঠনগুলো ”গণগবেষণা সমিতি” বা “জিজিএস” নামে পরিচিত। ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তারা ১ কোটি টাকার ওপর (২০১৬ পর্যন্ত) পুঁজি গঠন করেছেন। নিজেদের পুঁজি আয়বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগ করে তারা আত্মনির্ভরশীলতা অর্জন করছেন। মহাজনী ও এনজিও ঋণের বেড়াজাল থেকে নিজেদের মুক্ত করছেন। কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার ও সৃজনশীলতার প্রয়োগ ঘটিয়ে মাটির স্বাস্থ্যরক্ষা ও প্রাণবৈচিত্র প্রতিপালন করছেন। এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হচ্ছেন। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে যৌতুক ও বাল্যবিবাহের মত ব্যাধি থেকে সমাজকে মুক্ত করছেন। স্বাস্থ্যচর্চা, পরিচ্ছন্নতা, পরিবারে ও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, চিকিৎসাসহ সরকারি সেবা ও নাগরিক অধিকার আদায় করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলছেন। এছাড়া স্থানীয় ক্ষমতা এবং সরকার কাঠামোতে গণগবেষকরা রাখছেন উল্লেখযোগ্য ভূমিকা।

সহায়ক পরিবেশ পেলে মানুষের সৃজনক্ষমতা যে কতভাবে বিকশিত ও প্রকাশিত হতে পারে তার অজস্র দৃষ্টান্ত স্থাপন করছেন গণগবেষকগণ। দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে, গণগবেষকরাই গড়ে তুলতে পারবেন আগামী দিনের ক্ষুধামুক্ত, সাম্য ও শান্তির বাংলাদেশ।

যোগাযোগ: মাহমুদ হাসান রাসেল, গণগবেষণা ইউনিট, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ। ই-মেইল: Mahmud.Hasan@thp.org

1 comment

  1. মোঃ আবুল বাশার, নাটোরী

    দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের যতগুলো ট্রেইনিং নেয়ার ও দেয়ার সুযোগ হয়েছে তার মধ্যে গণগবেষণা প্রশিক্ষণটি আমার কাছে ভাল লেগেছে। শুধু তাই নয়, এর ফলে মানুষের মনের চিন্তার যে দুয়ার খুলে যায় তার জ্বলন্ত প্রমাণ পাওয়া শুরু করেছি। এতে যারা অংশ নিয়েছে অধিকাংশ সময় তাঁরা তাদের সমস্যাকে নিজেই সমাধান করার প্রচেষ্টা করছেন। আমার মনে হয় এই অংশটি আরও বৃদ্ধি করা দরকার বা বেশি বেশি এই প্রশিক্ষণ জণগণের মধ্যে ছড়ানো দরকার। ধন্যবাদ।

Comments are closed.