করোনা সংক্রমন রোধে খুশি বেগমের উদ্যোগ

গত ১৬ মার্চ ২০২০ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রাম উন্নয়ন দল এবং ইয়ূথ ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লিফলেট বিতরণ, হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো এবং বাড়িতে নিরাপদে অবস্থানের বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রাম উন্নয়ন দলের সদস্যরা গ্রামের প্রতিটি বাড়িতে যান এবং মানুষকে নিরাপদে সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থান করতে অনুপ্রাণিত করা হয়। এছাড়াও ২৩ মার্চ ২০২০ গ্রামের সকল ল্যাট্রিন, পুকুর ঘাট, জনবহুল রাস্তা এবং বাড়ির আঙ্গিনায় জীবানুনাশক স্প্রে করা হয়। নারী নেত্রী খুশি বেগমের নেতৃত্বে এসময় গ্রাম উন্নয়ন দলের সভাপতি আঃমজিদ, ইয়ূথ লিডার শাহানাজ, ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল সরদার, মফেজা বেগম,  গণগবেষণা সমিতির সভাপতি পুতুল রানী উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ১৩০ লিটার জীবানুনাশক এবং প্রায় ১৯০ পরিবারে লিফলেট বিতরণ করা হয়।