এক নজরে

দি হাঙ্গার প্রজেক্ট

কার্যক্রম শুরু:
১৯৭৭ সাল (বাংলাদেশে ১৯৯১ সাল থেকে)।

উদ্দেশ্য:
আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে একদল স্বেচ্ছাব্রতী তৈরি করা, তৃণমূলের নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশ, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণ এবং অ্যাডভোকেসি করা এবং সামাজিক জোট গড়ে তোলা।

কর্মকৌশল:
(১) জনগণকে ক্ষমতায়িত ও সংগঠিতকরণ;
(২) নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জন;
(৩) স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণ;
(৪) বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে অ্যাডভোকেসি ও মৈত্রী/জোট গড়ে তোলা।

সামাজিক জোট:
(১) জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম,
(২) বিকশিত নারী নেটওয়ার্ক,
(৩) ইয়ুথ এন্ডিং হাঙ্গার,
(৪) স্ব-শাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি ফোরাম।

কান্ট্রি ডিরেক্টর:
ড. বদিউল আলম মজুমদার।

ঠিকানা:
হেরাল্ডিক হাইটস, ২/২ (লেভেল-৪, বি-৪), ব্লক: এ
মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭।
ফোন: ৯১৩ ০৪৭৯ , ৯১৪ ৬১৯৫
ফ্যাক্স: ৯১৪ ৬১৯৫
ওয়েব: www.thp.org ও www.thpbd.org
ফেসবুক: www.facebook.com/THPBangladesh