আমরা করবো জয়

দি হাঙ্গার প্রজেক্ট-এর অনুপ্রেরণায় এবং ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হয় ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার’। এই সংগঠনের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে সমাজের প্রতি দায়বদ্ধতার মানসিকতা সৃষ্টি করা। এ পর্যন্ত ২২,০০০ এর অধিক প্রশিক্ষিত ‘ইয়ূথ লিডার’ সমাজ গঠনের কাজে নানামুখী অবদান রাখছে। এর সদস্যগণ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সংগঠিত করার মাধ্যমে শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান পরিবর্তনসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রচারাভিযান পরিচালনা করছে। বর্তমানে তারা ‘অ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারশিপ ট্রেনিং’ পরিচালনা ও বিভিন্ন ইস্যুভিত্তিক সামাজিক উদ্যোগ গ্রহণ করছে। সারা দেশে গণিত অলিম্পিয়াড পরিচালনা করছে। বর্তমানে প্রায় এক লাখ ছেলে-মেয়ে ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার’-এর সঙ্গে জড়িত রয়েছে। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং তাদের কণ্ঠকে উচ্চকিত করার লক্ষ্যে ইয়ূথ এন্ডিং হাঙ্গার ও বৃটিশ কাউন্সিল-এর যৌথ অংশীদারিত্বে বর্তমানে ‘ইয়ূথ পার্লামেন্ট’ গঠনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইয়ুথ ইন্ডিং হাঙ্গার এবং ইয়ুথ লিডারদের বিভিন্ন কার্যক্রম ও সফলতার গল্প নিয়ে অনিয়মিতভাবে প্রকাশিত হয় ‘আমরা করবো জয়’ (নিউজলেটার)।