আবেদনে মিললো ভাতা

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের বাসিন্দা লিয়াকত আলী। তিনি পেশায় একজন সাংবাদিক। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে তিনি আইনটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রাপ্ত হন। এরপর তিনি উপজেলা সমাজ সেবা অফিসে বয়স্কভাতা, বিধবাভাতা এবং প্রতিবন্ধিভাতা সংযান্ত তথ্য চেয়ে আবেদন করেন। তার চাহিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই হাতে পান। যার মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরে যাদের ভাতা প্রদানের জন্য তালিকা তৈরি করা হয়েছে তাদের নামও ছিলো। লিয়াকত ঐ তালিকা এবং প্রদানের শর্ত অনুযায়ী দেখেন যে তার গ্রামের তিন জন অতি দরিদ্র নারী রয়েছেন যারা ভাতা পাওয়ার যোগ্য। একজন হলেন শান্তি রাণী। তার বয়স ৮৮ এবং স্বামী মতৃ শথা বর্মণ। যিনি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য। অন্যজন সবিতা রাণী। তার স্বামী মতৃ গণেশ রবি দাস। যিনি বিধবা ভাতা পাওয়ার যোগ্য। অন্য আরেকজন হলেন নাজমুনড়বাহার। যিনি একজন প্রতিবন্ধী। তার পিতা মো: মকলেছার রহমান। তারা তিনজনই খাজুর ইউনিয়নের বাসিন্দা। একটিভিষ্ট লিয়াকত তাদের তিন জনার বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করে জানালে তারা ঐ তিনজন ব্যক্তির নাম তালিকাভক্ত’ করে নেন।