নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিলা বিষয়ক অফিসে এক্টিভিষ্ট খোরশেদ আলম মৌখিকভাবে তথ্য চান। কিন্তু ঐ অফিসের কর্মকর্তা তথ্য প্রদানে অস্বীকৃতি জানান এবং বলেন, এসব গোপনীয় তথ্য দেয়া সম্ভব নয়। যদি পেতে চান তবে ইউএনও মহোদয়ের অনুমতি প্রয়োজন। এরপর এক্টিভিষ্ট লিয়াকত এই ঘটনা শুনে তথ্য অধিকার আইন ২০০৯ এর ৮(১) ধারা অনুযায়ি ক ফরমে আবেদন করেন। এরপর ঐ কতৃপক্ষ নির্দষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদান করেন। তারা জানান যে তার আবেদনের পরে তাদের অফিসে তথ্য অধিকার বিষয়ক একটি নতুন ফাইল খোলা হয়েছে। ঐ কর্মকর্তা এক্টিভিষ্ট খোরশেদকে এও বলেছেন, ভাই, তথ্য লাগলে শুধু আসলেই হবে।