বন্যার্তদের সহযোগিতা সম্পর্কিত তথ্য

ছাতকে বানভাসিদের মাঝে হাঙ্গার প্রজেক্টের ত্রাণ বিতরণ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও স্বেচ্ছাব্রতীবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে চরমহল্লা ইউনিয়ন কমপ্লেক্সে এ প্রতি জনকে (৫কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১কেজি লবণ, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিনতেল, ১ প্যাকেট বড় নাটী বিস্কুট) করে বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধন করেন র্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য, তাহিরপুর পিএফজির এ্যাম্বাসেডর মোদাচ্ছির আলম সুবল মাষ্টার।

এসময় উপস্থিত ছিলেন চরমহল্লা ইউপি সদস্য আলাল মিয়া, সাবেক ইউপি সদস্য অঞ্জলী রানী নাথ, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক, নারীনেত্রী রাবিয়া বেগম, গুলগুলজার বেগম, খালেদা বেগম, চরমহল্লা ইউনিয়ন সুজনের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, উজ্জীকক আবুল কালাম, সুন্দর আলী, ইয়ূথ লিডার তাছবিদা বেগম, ফয়সল আহমদ, ফখর উদ্দিন, ভিডিটি সভাপতি আশরাফুল হক, দি হাঙ্গার প্রজেক্ট এর ইউনিয়ন সমন্বয়কারী হারান চন্দ্র ধর।