পত্নীতলায় ৮৭৬ ঘরে খাবার পৌঁছে দিলেন ভিডিটি সদস্যগণ

করোনা ক্রান্তিকালে পত্নীতলা উপজেলার আদিবাসি অধ্যূষিত গ্রামগুলোতে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার এবং সচেতনতার লিফলেট, সাবার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ নিত্য প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দিচ্ছেন ভিডিটি সভাপতি এবং সদস্যগণ। এদিকে পত্নীতলা উপজেলার আদিবাসি অধ্যূষিত কৃষ্ণপুর, পত্নীতলা, নিরমইল, শিহাড়া, দিবর, আকবরপুর, আমাইড় এবং নজিপুর ইউনিয়নের ৮৭৬ আদিবাসি পরিবারের দস্যদের প্রত্যেককে ১০ কেটি চাল, ১ কেজি ডাল, ২কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, একটি সাবানসহ প্যাকেজটি ৮টি ইউনিয়নের ৪২জন গ্রাম উন্নয়ন দলের সভাপতি এবং সদস্যদের নেতৃত্বে সংগ্রহ ও বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।  ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়িদের নিকট থেকে সংগ্রহ করে নিজ নিজ ইউনিয়নে ৫ এপ্রিল ২০২০ বিতরণ করা হয়েছে।

কৃষ্ণপুর ইউনিয়নের গ্রাম উন্নয়ন দলের সভাপতি আব্দুল মতিন, করুণা বর্মন, লাইলা বেগম, পত্নীতলা ইউনিয়নের গ্রাম উন্নয়ন দলের সভাপতি জাহাঙ্গীর আলম, আলাউদ্দীন হোসেন, জোসনা রাণীসহ গ্রাম উন্নয়ন দলের সদস্য এবং দি হাঙ্গার প্রজেক্টর ইউনিয়ন সমন্বয়কারিগণ সহযোগিতা করেন। এছাড়াও গ্রাম পর্যায়ে প্রায় ৫০ কেজি ব্লিচিং পাওডার ক্রয় করে ইয়ূথ এন্ডিং হাঙ্গার সদস্যদের মাধ্যমে স্প্রে করা হয়।