আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ইউনিয়নভিত্তিক সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ক্ষুধামুক্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে গড়ে তোলা হয় একদল স্বেচ্ছাব্রতী, যারা ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশের প্রত্যাশায় প্রতিশ্রুতিবদ্ধ।
পরিবর্তনের অন্যতম রূপকার হিসেবে তৃণমূলের নারীদের মধ্যে নেতৃত্ব বিকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। একইসাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সামর্থ্য বৃদ্ধি করা এবং কারিগরি সহায়তা দান, যাতে তাদের নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় এবং এসডিজি ইউনিয়ন গড়ে উঠে।
বিদ্যমান বৈষম্য দূরীকরণ এবং রাষ্ট্রীয় সম্পদে সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে নিরবিচ্ছিন্নভাবে অ্যাডভোকেসি করা হয়। এর অংশ হিসেবে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে যুক্ত করা এবং রাষ্ট্রের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।