করোনা সংকটকালে গৃহবন্দী হয়ে পড়া অসহায় মানুষদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন উখিয়া উপজেলার সম্মানীত পিএফজি সদস্য ও যুবলীগ নেতা জনাব আব্দুল মোস্তফা। জনাব মোস্তফা বলেন, সংকট কালীন সময়ে বৃহত্তর সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার যুবশ্রেণীর উদ্যোগে এধরণের কার্যক্রম চালু রাখা দরকার, আর সে লক্ষ্যেই উখিয়ার যুবলীগ এ ধরণের প্রচেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, উখিয়ার সোনারপাড়া এলাকার সম্মানীত ব্যক্তিত্ব জনাব এইচ এম জসিম উদ্দিন ও সামাজিক সংগঠন হাসিমুখ ফাউন্ডশন তার এই ত্রাণ বিতরন কার্যক্রমে সহায়তা করেন।
