করোনা ভাইরাসের এই মহাদুর্যোগে কর্মহীন নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সম্মানীত পিএফজি সদস্য ও রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব সরওয়ার কামাল সোহেল। খাদ্য সহায়তার অংশ হিসেবে তিনি দিনের বেলার পাশাপাশি রাতের আঁধারেও রাজারকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের বাড়ী বাড়ী খাবার পৌছে দিচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমাদের সমাজে এমন অনেক অভাবী মানুষ আছেন যারা লজ্জ্বায় কারো কাছে সাহায্য চাইতে পারেননা, অথচ পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে তারা জীবন যাপন করছেন। জীবন যুদ্ধে হার না মানা সেসকল মানুষকে গোপনে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। সম্মানীত পিএফজি সদস্য জনাব ইজ্জত উল্লাহ সহ রাজারকুল ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার এই কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
