করোনা মহামারির এই দুঃসময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন কক্সবাজারের রামু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এবং সম্মানীত পিএফজি সদস্য আফসানা জেসমিনপ পপি।

করোনা মহামারির এই দুঃসময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন কক্সবাজারের রামু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এবং সম্মানীত পিএফজি সদস্য আফসানা জেসমিনপ পপি। তিনি তাঁর আরো পাঁচ বোনকে সাথে নিয়ে তাঁদের নিজস্ব অর্থ দিয়ে অসহায় মানুষের জন্য এই তহবিল গঠন করেন। এই তহবিল থেকে ২০০ টি পরিবারে বিতরন করেন যথাক্রমে ৫০০ টি মাস্ক, ৪৫০ টি সাবান, ১০ কেজি করে মোট ২ টন চাল, ১০০ টি হ্যান্ড স্যানিটাইজার। এছাড়াও রামু উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ডের ঘর-বাড়ি, বাজার, দোকান-পাট, মসজিদ, মন্দির, গীর্জা,মাদ্রাসা, বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জীবানু নাশক স্প্রে করেন। অন্যদিকে উক্ত তহবিল থেকে তিনি এলাকার ৩০ টি মসজিদে ৯০ টি কোরআন শরীফ, ৯০ টি জায়নামাজ, ১৫০ টি মিসওয়াক ও ১৫০ টি  তাসবিহ বিতরন করেন। তাছাড়াও শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের সুবিধার্থে ২০ টি ধর্মীয় শিক্ষালয়ে ৪০ টি বসার পাটি বিতরণ করেন।
তিনি বলেন, জনস্বার্থে করোনা মহামারীর এই দুঃসময়ে তাদের নিজস্ব তহবিল থেকে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।