দি হাঙ্গার প্রজেক্টের অর্থায়ন: জানুয়ারি – ডিসেম্বর ২০১০
দি হাঙ্গার প্রজেক্ট কোনো দাতা সংস্থার অর্থে পরিচালিত হয় না। বাংলাদেশসহ সারা বিশ্বের বহু নিবেদিতপ্রাণ মানুষের ব্যক্তিগত অর্থায়নে বিশ্বব্যাপী এর কার্যক্রম পরিচালিত হয়। তারা এ অর্থ দান-খয়রাত হিসেবে নয়, নিঃর্শত এবং নিঃস্বার্থভাবে প্রদান করেন। তাদের এ অর্থায়নটা অনুদান নয়, বিনিয়োগ। পৃথিবীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এগিয়ে আসার ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ সৃষ্টিতে সাধ্যমত সক্রিয় থাকাকে তারা দায়িত্ব মনে করে। এই দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালবাসার ভিত্তিতে ক্ষুধামুক্ত, আত্মনির্ভরশীল বিশ্ব গঠনের প্রত্যয়ে তারা দি হাঙ্গার প্রজেক্টকে অর্থায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রাপ্তি : | |
প্রারম্ভিক ব্যালেন্স: (হাতে ও ব্যাংকে জমা) | ৩৯,৬৩,৯৯৬.০০ |
দি হাঙ্গার প্রজেক্ট গ্লোবাল অফিস ও সহযোগী সংস্থা থেকে প্রাপ্ত* | ১,৫৪,৯৬,৪৬৭.০০ |
উজ্জীবক প্রশিক্ষণ ফি, স্থানীয়ভাবে সংগৃহীত ও অন্যান্য খাত থেকে প্রাপ্ত | ১,৫৪,৬৫,৯১৩.০০ |
মোট | ৩,৪৯,২৬,৩৭৬.০০ |
পরিশোধ : | |
উজ্জীবক ও অন্যান্য প্রশিক্ষণ | ৩৫,৬৮,৬৭২.০০ |
উজ্জীবকদের সাথে মাসিক সভা, কর্মশালা, বিষয়ভিত্তিক প্রচারণা | ৮,০৫,৩২২.০০ |
তৃণমূল পর্যায়ের জনগণ ও স্থানীয় প্রতিনিধিদের ক্ষমতায়িত, সংগঠিতকরণ ও সুশাসন বিষয়ক কার্যক্রম | ২৮,৯০,৫৩৮.০০ |
ইয়ুথ এন্ডিং হাঙ্গার কার্যক্রম | ৪৪,৪৯,০০৬.০০ |
নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশু অধিকার (জাতীয় কন্যা শিশু দিবস, আন্-র্জাতিক নারী দিবস পালন, নারীদের জন্য প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম) | ৪১,৯২,১৭৪.০০ |
শিক্ষা কার্যক্রম | ২,৯৮,৮২৬.০০ |
প্রকাশনা, ফটোগ্রাফি ও ডকুমেন্টেশন | ২,৬৪,২২৬.০০ |
আসবাবপত্র ও অফিস যন্ত্রপাতি | ৩,৬৪,৭৩৬.০০ |
প্রশাসন ও পরিচালনা ব্যয় | ১,২৬,৮০,২৯৪.০০ |
অগ্রীম, সিকিউরিটি ও অন্যান্য | ১,২৬,৯৪০.০০ |
সমাপনী ব্যালেন্স: (হাতে নগদ ও ব্যাংকে জমা) | ৫২,৮৫,৬৪২.০০ |
মোট | ৩,৪৯,২৬,৩৭৬.০০ |