দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার জন্য দি হাঙ্গার প্রজেক্ট গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বটম-আপ অ্যাপ্রোচের মাধ্যমে অংশগ্রহণের ভিত্তিতে কাজ করছে। দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে, আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না। প্রতিটি মানুষের রয়েছে নিজস্ব সুপ্ত প্রতিভা ও দক্ষতা। এইসব সুপ্ত প্রতিভা ও দক্ষতার সুষ্ঠু পরিচর্যার অভাবে মানুষ আজ পিছিয়ে; প্রকান্তরে জাতিকেই এর মূল্য দিতে হচ্ছে। আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠার জন্য দি হাঙ্গার প্রজেক্ট দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ অর্জন করার জন্য এটি একটি মহতী উদ্যোগ।

প্রশিক্ষণের উদ্দেশ্য:
বিভিন্ন বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা।
আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা।
ক্ষুদ্র উদ্যেক্তা তৈরি করা।
২০৩০ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

প্রত্যাশিত ফলাফল:
বিভিন্ন বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি পাবে।
গ্রামীণ জনগোষ্ঠী নিজেদেরকে আয়মুখী কাজের সাথে সম্পৃক্ত করবে।
ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠবে।
পারিবারিক উপার্জন বৃদ্ধি পাবে।
পারিবারিক শ্রমের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে ।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।

দি হাঙ্গার প্রজেক্ট-এর উদ্যোগে পরিচালিত দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমসমূহ:
(১) বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
(২) সাধারণ কম্পোস্ট সার তৈরি বিষয়ক প্রশিক্ষণ
(৩) ভার্মি কম্পোস্ট সার তৈরি বিষয়ক প্রশিক্ষণ
(৪) সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) প্রশিক্ষণ
(৫) ভাসমান পদ্ধতিতে সবজি চাষ প্রশিক্ষণ
(৬) বস্তার মধ্যে সবজি চাষ প্রশিক্ষণ
(৭) গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রশিক্ষণ
(৮) বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ প্রশিক্ষণ
(৯) সঠিক পদ্ধতিতে গবাদি পশু পালন
(১০) কৃত্রিম প্রজনন পদ্ধতি
(১১) গ্রামীণ পশু চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
(১২) আধুনিক পদ্ধতিতে ছাগল পালন প্রশিক্ষণ
(১৩) আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
(১৪) বাণিজ্যিকভাবে কবুতর পালন প্রশিক্ষণ
(১৫) বাণিজ্যিকভাবে কোয়েল পালন প্রশিক্ষণ
(১৬) ধানক্ষেতে মাছ চাষ প্রশিক্ষণ
(১৭) দক্ষতা বৃদ্ধিমূলক সেলাই প্রশিক্ষণ
(১৮) দক্ষতা বৃদ্ধিমূলক ব্লক-বাটিক প্রশিক্ষণ
(১৯) দক্ষতা বৃদ্ধিমূলক হস্তশিল্প প্রশিক্ষণ।